টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দুই দলের একাদশেই পরিবর্তন

|

অস্ট্রলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। একাদশে বাংলাদেশ দুইটি ও আরব আমিরাত একটি পরিবর্তন এসেছে।

বাংলাদেশ স্কোয়াডে দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের বদলে জায়গা পেয়েছেন অপর দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। আর আমিরাত স্কোয়াডে জুনায়েদ সিদ্দিকীর বদলে সুযোগ পেয়েছেন জহুর খান।

সিরিজেে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে ৭ রানের কষ্টসাধ্য জয় পায় বাংলাদেশ। টাইগারদের ৫ উইকেটে গড়া ১৫৮ রানের জবাবে ১৫১ রানে শেষ হয় আমিরাতের ইনিংস।

বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, সাব্বির রহমান, নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, এবাদত হোসেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন।

আরব আমিরাত একাদশ: চুনদাঙ্গাপৌলি রিজওয়ান (অধিনায়ক), মুহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, ভৃত্য অরবিন্দ, আরিয়ান লাকরা, বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, আইয়ান আফজাল খান, কার্তিক মেইয়াপান, জহুর খান ও সাবির আলী।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply