মস্কো অধিকৃত ইউক্রেনীয় চারটি অঞ্চলে “গণভোট” করার পর কিয়েভের সাথে আর রাশিয়ার আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে এ কথা বলেন জেলেনস্কি। খবর এএফপির।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এক ভিডিও বার্তায় কিয়েভ নেতা বলেন, কথিত গণভোটের মাধ্যমে ইউক্রেনের ভূখণ্ডকে রাশিয়ার সাথে সংযুক্ত করার পর মস্কোর সাথে কথা বলার আর কিছু নেই। তিনি বলেন, পুরো বিশ্বের চোখের সামনে, রাশিয়া ইউক্রেনের দখলকৃত ভূখণ্ডে গণভোটের নামে একটি প্রহসন চালাচ্ছে।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, গণভোটের ফলাফল আগে থেকেই নির্ধারণ করা ছিলো। টিভিতে প্রচারের জন্য মানুষকে মেশিন গানের সামনে কিছু কাগজ-পত্র পূরণ করতে বাধ্য করা হয়েছে।
সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রিজার্ভ ফোর্স মোতায়েনের ঘোষণা দিয়েছেন। এছাড়া শুক্রবার রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তি নিয়ে গণভোট শুরু হয় লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝিয়ায়।
এটিএম/
Leave a reply