যুক্তরাজ্যের কর ছাঁটাইয়ের সিদ্ধান্তের সমালোচনায় আইএমএফ

|

যুক্তরাজ্যের কর ছাঁটাইয়ের সিদ্ধান্তের সমালোচনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। তাদের দাবি, এর ফলে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। কারণ কর কমানো হলে বেড়ে যাবে নিত্যপণ্যের দাম। খবর বার্তা সংস্থা এপির।

মঙ্গলবার এক বিবৃতিতে আইএমএফ জানায়, কর কমানো হলে প্রকট হবে অর্থনৈতিক বৈষম্য। এরই মধ্যে কর ছাঁটাইয়ের প্রভাব পড়েছে বাজারে। ডলারের বিপরীতে রেকর্ড দরপতন হয়েছে পাউন্ডের।

গত শুক্রবার এক ঘোষণায় নতুন অর্থনৈতিক পরিকল্পনার ঘোষণা দেন ব্রিটিশ অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারেটেং। যেখানে ৪৫ বিলিয়ন পাউন্ড কর ছাঁটাইয়ের কথা বলা হয়। সরকারি ঋণ থেকে সমন্বয় করা হবে এ অর্থ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply