যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খলিলুর গ্রেফতার

|

যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নেত্রকোনার খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব। গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকার সাভার উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল।

আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। বলেন, যুদ্ধাপরাধের তদন্ত শুরুর পরপরই খলিলুর রহমান আত্মগোপনে চলে যায়। দীর্ঘ সাত বছর সে নানা কৌশলে ঢাকা ও আশপাশের জেলায় পালিয়ে ছিলেন। তাকে যাতে আইনশৃঙ্খলা বাহিনী ধরতে না পারে সেজন্য মোবাইল ব্যবহার করতেন না। খলিলুরের সন্তানরা মাঝে মাঝে বাবার সাথে কৌশলে দেখা করে খরচের টাকা দিয়ে যেতেন। তার বিরুদ্ধে ২২টি হত্যাসহ নানা অভিযোগ রয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply