নোয়াখালীতে ইভটিজিং ও কিশোরগ্যাং নিয়ন্ত্রণে বসানো হলো ১৬০টি সিসি ক্যামেরা

|

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে ইভটিজিং, কিশোরগ্যাং, মাদকসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ ও সনাক্তকরণের লক্ষ্যে ১৬০ সিসি ক্যামেরা কন্ট্রোল ও মনিটরিং সেন্টার উদ্বোধন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আনোয়ার হোসেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী সুধারাম মডেল থানা ও বেগমগঞ্জ মডেল থানায় আনুষ্ঠানিকভাবে তিনি এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

বক্তব্যে অপরাধ নিয়ন্ত্রণ ও শনাক্তকরণে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিদের সহযোগিতা করতে আহবান জানান প্রধান অতিথি। জানা গেছে, সুধারাম থানার বিভিন্ন পয়েন্টে ১০০টি সিসি ক্যামেরা ও বেগমগঞ্জ, চৌমুহনীতে ৬০টি সিসি ক্যামেরা কন্ট্রোল ও মনিটরিং সেন্টার উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর বেগমগঞ্জে মন্দির ভাঙচুর ও সম্প্রতি জেলা শহর মাইজদী ও তার আশপাশে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যাসহ বেশ কয়েকটি ঘটনায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply