আফগানিস্তানে পেট্রল, ডিজেল, গ্যাস এবং গম সরবরাহের জন্য রাশিয়ার সাথে একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষর করেছে তালেবান। বুধবার (২৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের ভারপ্রাপ্ত বাণিজ্য ও শিল্পমন্ত্রী হাজি নুরউদ্দিন আজিজি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
শিল্পমন্ত্রী হাজি নুরউদ্দিন জানান, উক্ত চুক্তির মধ্যে রয়েছে, বার্ষিক ১০ লাখ টন পেট্রোল, ১০ লাখ টন ডিজেল, অর্ধ মিলিয়ন টন রান্নার গ্যাস এবং ২০ লাখ টন গম।
তিনি বলেন, আপাততো চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য পরীক্ষামূলকভাবে কার্যকর করা হবে। ভবিষ্যতে যদি উভয়পক্ষ এতে সন্তুষ্ট থাকে তবে দীর্ঘমেয়াদী চুক্তিতে যাবে দুই দেশ।
পণ্যের দাম ও মূল্য পরিশোধের বিস্তারিত জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি জানান, এই চুক্তির আওতায় সরবরাহ করা পণ্যের মূল্যের ওপর বিশেষ ছাড় দেবে রাশিয়া।
এদিকে এ বিষয়ে রাশিয়ার জ্বালানি ও কৃষি মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও আফগানিস্তানে রাশিয়ার রাষ্ট্রপতির বিশেষ দূত জমির কাবুলভ চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এটিএম/
Leave a reply