রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভূমিকা রাখায় ফেসবুককে ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সংস্থাটি এক প্রতিবেদনে এ কথা জানায়। খবর আল জাজিরার।
অ্যামনেস্টি জানিয়েছে, রোহিঙ্গা বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোয় একাধিকবার অবগত করার পরও পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ফেসবুক।
ভুক্তভোগীদের অ্যাসোসিয়েশন ও মানবাধিকার কর্মীদের অভিযোগ, ফেসবুকের মাধ্যমে রোহিঙ্গা বিরোধী সহিংসতা বেড়েছে। চরমপন্থী বিভিন্ন কন্টেন্ট প্রচার করা হয়েছে। যা ক্ষতিকর, বিভ্রান্তি ও বিদ্বেষমূলক বক্তব্যকে উৎসাহিত করে।
তবে, অ্যামনেস্টির এমন অভিযোগ ও দাবি নিয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে জাতিসংঘের তদন্তকারীরাও দাবি করেছিলেন, রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে সহিসংতা উসকে দিতে ফেসবুক ভূমিকা রেখেছিল।
/এমএন
Leave a reply