কোরীয় উপকূলকে পরমাণু নিরস্ত্রীকরণে সহযোগিতার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

|

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুই কোরিয়ার মধ্যবর্তী পরমাণু নিরস্ত্রীকরণ এলাকা ডিএমজেড পরিদর্শন করেন তিনি। খবর রয়টার্সের।

দক্ষিণ কোরিয়া সফরের শুরুতেই প্রেসিডেন্ট ইউন সুক ইউলের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মার্কিন প্রতিনিধি দল। সেখানে পিয়ংইয়ংয়ের উসকানিমূলক আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা। ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ার তীব্র নিন্দা জানান কমলা হ্যারিস।

একইসঙ্গে কোরীয় উপকূলকে পুরোপুরি পরমাণু নিরস্ত্রীকরণে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার দেন। কমলা হ্যারিস জানান, দক্ষিণ কোরিয়াকে সুরক্ষা দিতে বদ্ধ পরিকর যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্টের সফরের প্রতিবাদ জানিয়ে একদিন আগেই দুইটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply