পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত সৌদি প্রবাসী স্বামী রুবেল হোসেন পলাতক রয়েছেন। নিহত সোনিয়া খাতুন (২২) ঝিনাইদহ জেলার মহেশপুরে হামিদপুর গ্রামের ইউনুস আলীর মেয়ে। তিনি ঈশ্বরদী ইপিজেডের একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন।
পুলিশ জানায়, নিহত সোনিয়ার স্বামী রুবেল হোসেন বুধবার (২৮ সেপ্টেম্বর) সৌদি আরব থেকে ঈশ্বরদী আসলে উপজেলা সদরের পশ্চিমটেংরী বাবুপাড়ার একরাম আলী বুদুর একটি ফ্লাট ভাড়া নেয়। ওই দম্পত্তির তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের ঘরের দরজা খোলা দেখে এবং কারো কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের মধ্যে ঢুকলে সোনিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন বাড়িওয়ালা একরাম আলী বুদু। এরপর পুলিশে খবর দেন তিনি।
এনিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের গলা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার স্বামী রুবেলকে আটক করতে পুলিশি অভিযান চলছে বলেও জানান তিনি।
এসজেড/
Leave a reply