নর্ড স্ট্রিমে ফাটল শনাক্ত করেছে সুইডেন

|

ছবি: সংগৃহীত

আলোচিত ‘নর্ড স্ট্রিম-৪’ গ্যাস পাইপলাইনে আরও একটি ফাটল শনাক্ত করেছে সুইডেন। চলতি সপ্তাহে, গুরুত্বপূর্ণ এ জ্বালানী সরবরাহ লাইনে শনাক্ত হওয়া ৪র্থ লিকেজ এটি। খবর দ্য গার্ডিয়ানের।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সুইডিশ কোস্ট গার্ডের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, নর্ড স্ট্রিম-টু পাইপলাইনে ছোট্ট একটি ফাটলের দেখা গেছে। ফাটলটি নর্ড স্ট্রিম ওয়ানের বিস্ফোরিত জায়গার খুবই কাছাকাছি।

জানা গেছে, চলতি সপ্তাহেই বাল্টিক সাগরের তলদেশে থাকা দুটি সরবরাহ লাইনে লিকেজ শনাক্ত করে সুইডেন ও ডেনমার্ক।

এদিকে, ফাটলের কারণ অনুসন্ধানে তদন্তে নামার আগেই ইইউ জানিয়েছে, জার্মানিতে গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত করতেই ইচ্ছাকৃতভাবে নাশকতা চালানো হয়েছে পাইপলাইনে।

অবশ্য রাশিয়া বলছে, নিজেদের পাইপলাইনে নিজেরা হামলার অভিযোগ খুবই হাস্যকর। আপনারা একটু মনযোগ দিলেই বুঝতে পারবেন যে বিস্ফোরণগুলো ঘটেছে মার্কিন গোয়েন্দা নজরদারিতে থাকা অঞ্চলে। এর মানেটা পরিষ্কার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply