স্টাফ করেসপনডেন্ট, নাটোর:
নাটোরে ডোবার পানিতে পড়ে নোভা আক্তার (৮) এবং সম্রাট হোসেন (৭) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের উত্তর বড়গাছা জোলারপাড় মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা একই এলাকার শিমুল হোসেনের সন্তান।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাসার সামনে খেলাধুলা করছিল নোভা ও সম্রাট। এরই এক পর্যায়ে তাদের মা রিতা দুজনকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। স্বজন ও প্রতিবেশীরা দীর্ঘসময় আশপাশে অনেক খুঁজেও তাদের সন্ধান পাননি। পরে শিশু দুটির নিখোঁজ সংবাদ জানিয়ে শহরে মাইকিং করা হয়। বিকেল ৫টার দিকে বাসার পাশের ডোবায় নোভা ও সম্রাটের মরদেহ ভেসে উঠলে প্রতিবেশীরা লাশ দুটি উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে জানান তিনি।
/এসএইচ
Leave a reply