হারিকেন ইয়ানে বিপর্যস্ত কিউবায় এখনও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। গতকাল (২৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার মাত্র ১০ শতাংশ ঘরবাড়িতে পুনঃসংযোগ দেয়া গেছে। খবর রয়টার্সের।
দেশটির ২০ লাখ মানুষ এখনও রয়েছেন অন্ধকারে। পরিস্থিতি স্বাভাবিকে প্রাণপন চেষ্টা করছে বিদ্যুৎ বিভাগ। গেলো মঙ্গলবার লাতিন দেশটিতে আঘাত হানে প্রলয়ংকারী হারিকেন ইয়ান। সে সময় পাঁচ মাত্রার ছিল ঘূর্ণিঝড়টি। প্রবল বৃষ্টিপাত-জলোচ্ছ্বাস-বন্যায় বিপাকে পরেন দেশটির এক কোটি ১০ লাখের মতো মানুষ। ব্ল্যাক আউট বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা কিউবা। দুর্যোগ সংশ্লিষ্ট বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ জন।
এছাড়া, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরুপণ করতে পারেনি কর্তৃপক্ষ। মোট ১৩টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে দ্বীপরাষ্ট্রটির। যার পাঁচটিই তুরস্ক থেকে ভাড়া করা ভাসমান কেন্দ্র।
/এমএন
Leave a reply