কুয়েতে দুই বছরের কম সময়ের মধ্যে আবারও হলো পার্লামেন্ট নির্বাচন

|

দুই বছরের কম সময়ের মধ্যে কুয়েতে আবার হলো পার্লামেন্ট নির্বাচন। গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ৫০ জন সংসদ সদস্য নির্বাচনে ভোট দেন প্রায় ৮ লাখ নাগরিক। খবর এপির।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থী ছিলেন ৩০৫ জন। যাদের মধ্যে রয়েছেন ২২ নারী। আজ শুক্রবার সন্ধ্যা নাগাদ ফল প্রকাশিত হতে পারে।

গত আগস্টে রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে বিগত পার্লামেন্ট ভেঙে দেয়া হয়। অভিযোগ, এমপিদের মধ্যে ছিল না সমন্বয় ও সহযোগিতাপূর্ণ মনোভাব। যা জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর। এর আগে প্রধানমন্ত্রী শেখ সাবাহ্ আল খালেদ এবং তার গঠিত মন্ত্রিসভা সমালোচনার মুখে পড়ে। কয়েকদফা হয় পরিষদের রদবদলও।

১০ বছর ধরে বয়কট করার পর এবার নির্বাচনে ফিরলো দেশটির প্রধান বিরোধী দল। সে কারণে যথেষ্ট গুরুত্ব বহন করছে এবারের পার্লামেন্ট নির্বাচন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply