জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে ‘স্বাধীনতার’ স্বীকৃতি দিলেন পুতিন

|

ইউক্রেনের জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে ‘স্বাধীনতার’ স্বীকৃতি দিয়ে ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জারি করা আদেশে পুতিন বলেন, আমি দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া ও খেরসনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার স্বীকৃতির আদেশ দিচ্ছি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ডিক্রি জারি করা হয়। খবর আল জাজিরার।

সম্প্রতি ইউক্রেনের যে চারটি অঞ্চলে কথিত গণভোটের আয়োজন করা হয় এরমধ্যে রয়েছে জাপোরিঝিয়া ও খেরসন। বাকি দুইটি এলাকা হলো লুহানস্ক ও দোনেৎস্ককে। রুশ অধিকৃত এই ৪ অঞ্চলে তাড়াহুড়ো করে গণভোট আয়োজন করে মস্কো। ভোটে ৯৯ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে দাবি মস্কোর।

এরইপ্রেক্ষিতে শুক্রবার ক্রেমলিনে এক অনুষ্ঠানে লুহানস্ক ও দোনেৎস্ককের পাশাপাশি ওই দুটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্তি করে নেয়ার ঘোষণা দেবেন পুতিন। এর আগে, গত ফেব্রুয়ারিতে লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিলেন পুতিন।

এ প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কঠোর ভাষায় বলেছেন, ইউক্রেনের অঞ্চল রাশিয়ার সঙ্গে সংযুক্তি জাতিসংঘের আইনের পুরোপুরি লঙ্ঘন এবং আইনগত বৈধতা নেই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply