‘ইয়ান’ এর তাণ্ডবে ফ্লোরিডায় নজিরবিহীন ক্ষয়ক্ষতি

|

হারিকেন ‘ইয়ান’ এর তাণ্ডবে নজিরবিহীন ক্ষয়ক্ষতি দেখলো ফ্লোরিডা। এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আশঙ্কা, সময়ের সাথে বাড়তে পারে প্রাণহানি। বিদ্যুৎহীন রয়েছেন রাজ্যটির ২৬ লাখ বাসিন্দা। আবহাওয়াবিদরা বলছেন, আটলান্টিক মহাসাগরে অবস্থান করা ঝড়টি পুনরায় শক্তি সঞ্চয় করছে। শুক্রবার রাত নাগাদ সেটি আঘাত হানবে সাউথ ক্যারোলিনায়।

সানিবেল কাউন্টি এবং ক্যাপটিভা দ্বীপের মধ্যেকার যোগাযোগ রক্ষা করে এই সেতু। কিন্তু, বুধবার রাতে ঘূর্ণিঝড়ের রূদ্রমূর্তি আর বন্যার পানির তোড়ে ভেঙ্গে পড়েছে একাংশ। যাতে, পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল ফ্লোরিডার দুটি এলাকা। হেলিকপ্টারের মাধ্যমে চলছে উদ্ধার অভিযান।

যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র-এনএইচসি’র তথ্য অনুসারে, ইয়ানের তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যটির শার্লট ও লি কাউন্টি। এলাকাগুলোয় সময়ের সাথে বাড়ছে প্রাণহানির তালিকাও। তাছাড়া, বন্যার পানিতে থৈ থৈ হয়ে থাকা লোকালয়ে দেখা দিচ্ছে কুমির-সাপের মতো সরীসৃপ। তাই, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। তাছাড়া, লুটপাটের ভয়ে বহাল রয়েছে এলাকাগুলোয় কারফিউ।

ফ্লোরিডার গভর্নর রন দেসান্তিস বলেন, নজিরবিহীন ক্ষয়ক্ষতি দেখছে ফ্লোরিডা রাজ্য। শার্লট ও লি কাউন্টি সবচেয়ে বেশি বিপর্যস্ত। সেখানকার ঘরবাড়িগুলো দেখলে মনে হবে, দানবীয় কিছু টেনে উপড়ে ফেলেছে সব। রাস্তার মাঝখানে ভাসছে গাড়ি-ইয়ট। সানিবেল কাউন্টিতে গোটা একটা ব্রিজ ভেসে গেছে বন্যার পানিতে। যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায়, হেলিকপ্টার-নৌকার মাধ্যমে সরানো হচ্ছে দুর্গতদের। ব্যাপক প্রাণহানির আশঙ্কাও করা হচ্ছে। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন সেখানকার ২৬ লাখের মতো বাসিন্দা।

আবহাওয়াবিদরা বলছেন, আটলান্টিক মহাসাগরে অবস্থান করা ঝড়টি পুনরায় শক্তি সঞ্চয় করছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত নাগাদ সেটি আঘাত হানবে সাউথ ক্যারোলাইনার ভূভাগে। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি রাখার পাশাপাশি কেন্দ্রীয় সহায়তার ব্যাপারে আশ্বস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফ্লোরিডার ইতিহাসে এটাই সবচেয়ে প্রাণঘাতী হারিকেন। দুর্যোগে মৃতের সংখ্যা এখনও অস্পষ্ট। তবে, নিশ্চিতভাবেই অনেক প্রাণহানি হয়েছে। বহু পরিবার, আবাসিক এলাকা ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারি বৃষ্টিপাত, প্রলয়ংকারী বন্যায় ভেসে গেছে অনেক লোকালয়। যার সংস্কারে সময় প্রয়োজন। রাজ্যটির গভর্নর-মেয়র-কমিশনারদের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার তাদেরকে সব ধরনের সহযোগিতা দিবে বলে আশ্বস্ত করেছি।

বুধবার, স্থানীয় সময় বিকেলে ৪ মাত্রার ঘূর্ণিঝড়-ইয়ান আছড়ে পড়ে ফ্লোরিডা উপকূলে। এ সময়, বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ২৪১ কিলোমিটার। এর আগে, দ্বীপরাষ্ট্র কিউবায় তাণ্ডবলীলা চালায় হারিকেনটি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply