সাম্পাওলি থাকছেন, বুড়ো কাবায়েরো থাকছেন না

|

ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি-আগুয়েরোদের অসহায় আত্মসমর্পণের পর আর্জেন্টিনা দলের ভূুত-ভবিষ্যত নিয়ে চলছে নানা বিশ্লেষণ। জোর গুঞ্জন, কোচ হোর্হে সাম্পাওলির বিরুদ্ধে বিদ্রোহ করেছেন দলের সিনিয়র খেলোয়াড়রা। সাম্পাওলির রণকৌশল চরমভাবে ব্যর্থ হওয়ার পর এ গুঞ্জনকে সত্য বলে ধরে নেওয়ার যথেষ্ট কারণ আছে। নাইজেরিয়া ম্যাচের আগেই নাকি কোচ বদল চান আর্জেন্টিনার খেলোয়াড়েরা। দাবি মেনে জর্জ বুরুচাগাকে নাকি ভারপ্রাপ্ত কোচও বানিয়ে দিতে রাজি ছিল আর্জেন্টিনা ফুটবল সংস্থা (এএফএ)! ১৯৮৬ বিশ্বকাপের অন্যতম নায়ক অবশ্য টিম ডিরেক্টর হিসেবে বিশ্বকাপেই আছেন।

তবে, এসব আলোচনাই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এএফএ। বোঝা যাচ্ছে, আবেগকে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন মেসি বাহিনী। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে সাম্পাওলিই থাকছেন ডাগআউটে। তবে, গোলপোস্টের নিচে নড়বড়ে পারফরম্যান্সের খেসারত দিতে হচ্ছে উইলি কাবায়েরোকে। তার জায়গায় ফ্রাঙ্কো আরমানিকে দেখা যাওয়ার সম্ভাবনা একরকম নিশ্চিত।

আর্জেন্টাইন লিগের দল রিভার প্লেটের গোলরক্ষক হিসেবে ভালোই সুনাম আরমানির। তবে, এখনো আন্তর্জাতিক অভিষেকই হয়নি। অবশ্য, বৃদ্ধ কাবায়েরোও রাশিয়া বিশ্বকাপেই আর্জেন্টিনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।

ছন্দে থাকা ক্রিস্টিয়ান পাভোনকেও প্রথম দু’ম্যাচের একাদশে না রাখা নিয়েও সমালোচনা কম হয়নি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর তো দিবালা, হিগুয়েইন, পাভোন সবাইকেই নামিয়ে দিয়েছিলেন কোচ। দায় স্বীকার করলেও খেলোয়াড়দের দিকেও আঙ্গুল তুলেছেন তিনি। তারা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি। এ নিয়ে প্রতিক্রিয়াও দেখা গেছে। সার্জিও আগুয়েরো বলেন, ‘তিনি যা খুশি বলতে পারেন’।

সবকিছু পাশে রেখে এখন ২৬ জুন নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের দিকেই দৃষ্টি নিবদ্ধ করতে হচ্ছে মেসিদের। শনিবার কোচ সাম্পাওলির অধীনে অনুশীলনও করেছেন তারা। তোপের মুখে থাকা অস্থির সাম্পাওলি শেষ পর্যন্ত কী রণকৌশল সাজান সেটিই এখন দেখার বিষয়।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply