Site icon Jamuna Television

সিগা‌রেট টান‌তে বাধা দেয়ায় ক‌লেজ শিক্ষার্থী‌কে কু‌পি‌য়ে আহত

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি

পটুয়াখালীর গলা‌চিপা উপ‌জেলার খা‌রিজজমা বাজা‌রে প্রকা‌শ্যে সিগা‌রেট টান‌তে বাধা দেয়ায় ক‌লেজ শিক্ষার্থী মে‌হে‌দিকে কু‌পি‌য়ে গুরুতর জখম ক‌রে‌ছে স্থানীয় বখা‌টে ইসা। আজ সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে খা‌রিজজমা বাজা‌রে এ এটনা ঘ‌টে। আশঙ্কাজনক অবস্থায় তা‌কে পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

কর্তব্যরত চি‌কিৎসক জানান, তার ঘা‌ড়ের এক‌টি রগ কে‌টে গে‌ছে, তাছাড়া জখম খুব মারাত্মক। উন্নত চি‌কিৎসার জন্য তা‌কে ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে পাঠা‌নোর পরামর্শ দেয়া হয়েছে।

আহত মে‌হে‌দি জানান, ঘটনার সময় ওই বাজা‌রে ব‌সে বখা‌টে ইসাসহ তার সাঙ্গপাঙ্গরা প্রকা‌শ্যে ধুমপান কর‌ছিল। এসময় মে‌হে‌দি নি‌ষেধ ক‌রে প্রকা‌শ্যে ধ‌ুমপান না করার জন্য। এ নি‌য়ে মে‌হে‌দির সা‌থে ইসার প্রথ‌মে কথা কাটাকা‌টি হয় এক পর্যা‌য়ে ধারাল অস্ত্র দি‌য়ে মে‌হে‌দির শরী‌রে আঘাত ক‌রে। প‌রে রক্তাক্ত জখম অবস্থায় মে‌হে‌দি‌কে পটুয়াখালী হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে।

আহত মে‌হে‌দি পটুয়াখালী আবদুর ক‌রিম মৃধা ক‌লে‌জের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

জান‌তে চাই‌লে সদর থানার ও‌সি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনা শোনার পর হাসপাতা‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে, অ‌ভি‌যোগ দি‌লে পরব‌র্তি প্র‌য়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

Exit mobile version