সাম্রাজ্যবাদী নীতির চর্চা চালিয়ে যাচ্ছে পশ্চিমারা:পুতিন

|

এখনও সাম্রাজ্যবাদী নীতির চর্চা চালিয়ে যাচ্ছে পশ্চিমারা। শুক্রবারের ভাষণে এমন অভিযোগও করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এপির।

তিনি দাবি করেন, জার্মানিসহ পশ্চিমা অনেক দেশের ওপরও স্বৈরাচারিতা বজায় রেখেছে পশ্চিমা এলিটরা। জাপানে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ব্যবহারের ইতিহাস তুলে ধরেন পুতিন। অন্য দেশের ঐতিহ্য, মূল্যবোধকে তুচ্ছ করে মানবতা বিরোধী আচরণ করেছে ওয়াশিংটন তোলেন এমন অভিযোগ। বলেন, আদিবাসীদের ওপর গণহত্যা চালিয়ে এখন সবকিছু অস্বীকার করছে যুক্তরাষ্ট্র। ভারত, আফ্রিকা এমনকি চীন থেকেও মানুষকে ধরে এনে দাস বানিয়েছে এমন কথাও মনে করিয়ে দেন পুতিন।

তিনি আরও বলেন, ভূমি ও সম্পদের জন্য তারা পশুর মতো মানুষ শিকার করেছে। মনুষ্যত্ব, স্বাধীনতা, বিচার-আইনের তোয়াক্কা করেনি। যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা দু’বার পরমাণু অস্ত্র ব্যবহার করেছে। জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহর ধ্বংস করেছে। এমনকি এখনও জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশে কার্যত নিজেদের দখলদারিত্ব বজায় রেখেছে। অথচ বলছে তারা নাকি সমমর্যাদার মিত্র দেশ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply