Site icon Jamuna Television

ইউক্রেনকে আরও ৫৩০ মিলিয়ন ডলার সাহায্য দেয়ার ঘোষণা বিশ্ব ব্যাংকের

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রাখায় বিশ্ব ব্যাংক ইউক্রেনকে আরও অতিরিক্ত ৫৩০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছে। এ সাহায্য দিলে ইউক্রেনের মোট প্রাপ্ত সাহায্যের পরিমাণ ১৩ বিলিয়নে গিয়ে ঠেকবে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক জানায়, আর্থিক সহায়তাটি যুক্তরাজ্য ও ডেনমার্কের সমর্থনে ইউক্রেনকে দেয়া হচ্ছে। মোট ১৩ বিলিয়ন সহায়তার মধ্যে এখন পর্যন্ত ১১ মিলিয়ন হস্তান্তর করা হয়ে গেছে।

বিশ্ব ব্যাংক আরও জানায়, উক্ত সহায়তায় ৫০০ মিলিয়ন ডলার যুক্তরাজ্য ও ৩০ মিলিয়ন ডেনমার্কের সহায়তায় ইউক্রেনকে প্রদান করা হবে।

পূর্ব ইউরোপের বিশ্বব্যাংকের আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর অরূপ ব্যানার্জি বলেন, বিশ্বব্যাংকের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, আগামী তিন বছরে ইউক্রেনের পুনর্গঠনে ১০০ বিলিয়ন ডলারের বেশি খরচ হবে।

এটিএম/

Exit mobile version