
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী কাবুলের কোচিং সেন্টারে চালানো হামলায় আহত হয়েছে আরও কমপক্ষে ২৭ জন। খবর এপির।
আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বেশি বলে দাবি স্থানীয়দের। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইরে নিরাপত্তারক্ষীকে গুলি করে হামলাকারীরা। এরপর ভেতরে প্রবেশ করে ঘটায় বোমার বিস্ফোরণ।
মূলত বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুকদের কোচিং করানো হয় কেন্দ্রটিতে। হামলার সময় সেখানে পরীক্ষা দিচ্ছিলো প্রায় ৬শ’ শিক্ষার্থী। সামনের সারিতে বসাদের বেশিরভাগই ছিল মেয়ে এবং সংখ্যালঘু হাজারা গোষ্ঠীর। তারা শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সে কারণেই হামলার টার্গেট হতে পারেন বলে মনে করছেন অনেকে।
এটিএম/



Leave a reply