
হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল ইরান। টানা আন্দোলন ও সংঘর্ষে এখন পর্যন্ত নিহতে সংখ্যা ১০০ ছুঁই ছুঁই। এরই মধ্যে ইরানের সশস্ত্রবাহিনীর শাখা ইরান রেভল্যুশনারি গার্ডের দুজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।
এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইরান রেভল্যুশনারি গার্ড। সেখানে বলা হয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষের সময় জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা কর্নেল হামিদ রেজা হাশেমি মারা গেছেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী শহর জাহেদানে পুলিশ স্টেশনে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় মৃত্যু হয় ২০ জনের। এদিন কর্নেল হামিদ ছাড়াও কর্নেল আলী মুসাভির মৃত্যু হয়। তিনি ছিলেন ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রাদেশিক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা।
প্রসঙ্গত, ২২ বছর বয়সী এক তরুণী হিজাব না পরায় আটক হয়ে সম্প্রতি পুলিশি হেফাজতে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় হিজাবের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা দেশে। এর আঁচ লেগেছে বিশ্বেও। গত ২৯ সেপ্টেম্বর নরওয়ের ইরানি দূতাবাসের সামনে বিক্ষোভ হয়। এ সময় নরওয়েতে জোরপূর্বক ইরানি দূতাবাসে ঢোকার চেষ্টা করলে গ্রেফতার হন কমপক্ষে ৯০ জন।
যদিও ইরানজুড়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার জন্য আংশিকভাবে ‘বিদেশি শত্রুদের’ দায়ী করেছে দেশটি। এর জেরে চলমান বিক্ষোভ ও দাঙ্গায় শিশুসহ অন্তত ৮৩ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। হিজাব বিরোধী বিক্ষোভ অন্তত কঠোরভাবে দমন করছে ইরান সরকার।
এসজেড/



Leave a reply