Site icon Jamuna Television

দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলা রুখতে সব ব্যবস্থা নেয়া হয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

ফাইল ছবি।

দুর্গাপূজায় সাম্প্রদায়িক যে কোনো হামলা রুখতে সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এই বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলে জানান তিনি।

শনিবার (১ অক্টোবর) সকালে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, উদ্দেশ্যমূলকভাবেই বারবার একটি গোষ্ঠী হামলা চালাচ্ছে। তবে চলতি বছর সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা জরুরি।

ইউএইচ/

Exit mobile version