মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।
প্রতি বছরের মতো এবারও দেবী দুর্গাকে বরণ করতে সনাতন সম্প্রদায়ের অনুসারীরা প্রস্তুত। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ। সকালে বেলতলায় দেবীকে কল্পারম্ভ পূজার মাধ্যমে আমন্ত্রণ জানানো হয় ধরণীতে। সন্ধ্যায় দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হবে মূল মণ্ডপে। দশটায় কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন শেষ হয়। দিনের শুরু থেকেই চণ্ডীপাঠে মুখরিত থাকে সব মণ্ডপ এলাকা।
উৎসবের দ্বিতীয় দিন রোববার মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়।
আরও পড়ুন: দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলা রুখতে সব ব্যবস্থা নেয়া হয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
/এম ই

