Site icon Jamuna Television

মাঝরাতেই গাড়ি নিয়ে রাস্তায় সৌদি নারীরা

সৌদি আরবের রাস্তায় আজ থেকে আনুষ্ঠানকিভাবে গাড়ি চালানো শুরু করলেন নারীরা। স্থানীয় সময় রোববার মধ্যরাত থেকে উঠে যায় নিষেধাজ্ঞা।

মধ্যরাতেই, লাইসেন্স পাওয়া নারীরা গাড়ি চালিয়ে রাস্তায় বের হন। দেশটির শীর্ষ ধনকুবের প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ মেয়ের গাড়ি চালানোর একটি ভিডিও প্রকাশ করেন। এসময়, চালকের আসনের পাশে বসে উৎফুল্লতা প্রকাশ করেন এই রাজপুত্র। আরোহী হিসেবে ছিলো প্রিন্সের ৩ নাতনিও।

এছাড়া, গাড়ি চালানোর অনুমতি পাওয়া বাকি নারীরাও বেরিয়ে পড়েন রাত ১২টায়। বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালনার ক্ষেত্রে এতোদিন নিষেধাজ্ঞা ছিলো। গেলো বছর যুবরাজ সালমানের হস্তক্ষেপে দেয়া হয় নারীদের গাড়ি চালনার অনুমতি। চলতি মাসের প্রথম দিকে বেশ কয়েকজন নারী পান লাইসেন্স। ধারণা করা হচ্ছে, সৌদি প্রশাসনের এই উদ্যেগের ফলে গতিশীল হবে দেশটির অর্থনীতি; বাড়বে এই পেশায় নারীদের কর্মসংস্থানের সুযোগ।

Exit mobile version