১০ বছরের শিশুকে দু’বছর ধরে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে ১৪২ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছেন ভারতের কেরালার এক পকসো আদালত। পাশাপাশি, আনন্দন পি আর ওরফে বাবুকে ৫ লাখ রুপি জরিমানাও করেছেন আদালত। অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। খবর সংবাদ প্রতিদিনের।
কেরালার পথনামথিত্তা জেলা পুলিশ বাবুকে গ্রেফতার করে। ২০২১-এর ২০ মার্চ তিরুভাল্লা পুলিশ একটি অভিযোগ নথিভুক্ত করে। তাতে লেখা ছিল, ২০১৯ থেকে ২০২১-এর মধ্যে একটি ১০ বছরের শিশুকে লাগাতার ধর্ষণ করা হয়েছে। পাশাপাশি চলেছে যৌন নির্যাতনও। ঘটনাচক্রে শিশুটি বাবুরই এক আত্মীয়ের মেয়ে। শিশুটির মা, বাবার সঙ্গে একই বাড়িতে বাবু বসবাস করতেন। আত্মীয় বাবুকে বিশ্বাস করতেন শিশুটির মা, বাবা। তারই সুযোগ নিয়ে দিনের পর দিন ধরে শিশুটির ওপর অত্যাচার চালিয়ে গিয়েছেন বাবু। ঘটনা জানাজানি হতেই পুলিশে অভিযোগ দায়ের হয়। তারপর গ্রেফতার করা হয় বাবুকে।
রায়ে পকসো আদালত জানায়, বাবুকে ১৪২ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। পাশাপাশি ৫ লাখ রুপি জরিমানাও দিতে হবে তাকে। জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত আরও তিন বছর জেল খাটতে হবে বাবুকে।
প্রসঙ্গত, পথনামথিত্তার পকসো আদালত এর আগে এত দীর্ঘ শাস্তির সাজা কাউকে শোনায়নি বলে জানা গিয়েছে।
ইউএইচ/
Leave a reply