পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
২০ আগস্ট ইসলামাবাদের সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) জেবা চৌধুরীর বিরুদ্ধে হুমকি দেয়ার মামলায় ইমরান খানের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে অবমাননার মামলায় হলফনামা জমা দেয়ার কয়েক ঘণ্টা পরেই ওয়ারেন্ট জারি করেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।
/এনএএস
Leave a reply