ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর তার বাসভবন ‘বানিগালা’য় জড়ো হচ্ছেন সমর্থকরা। দ্য ডন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
গেল ২০ আগস্ট এক জনসভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীসহ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।
গত ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) এই পরোয়ানা জারি হলেও তা শনিবার জানা যায়। ইসলামাবাদ হাইকোর্টর সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম এই পরোয়ানা জারি করেন।
আরও পড়ুন: ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
এ ঘটনা সামনে আসার পর শুরু হয় ইমরান খানের সমর্থক বাহিনীর মাঝে হইচই শুরু হয়। পার্শ্ববর্তী অঞ্চলের সমর্থকরা দলে দলে ইমরান খানের বাসভবন এলাকায় জড়ো হতে শুরু করে। গ্রেফতার ঠেকাতে ঘিরে ফেলতে শুরু করে ইমরানের বাসভবন বানিগালা।
গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাখ্যায় ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি আইনি প্রক্রিয়া।
/এনএএস
Leave a reply