পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। শনিবার (১ অক্টোবর) রাতে বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল ছিলো রাজধানী ইসলামাবাদ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশ জানায়, পিটিআই প্রধানের বাড়ি ‘বানি গালা’য় কমপক্ষে ৩০০ নিরাপত্তা সদস্য পাঠানোর খবর ভিত্তিহীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন জ্যেষ্ঠ বিচারক মুজাহিদ রহিম। তাঁর বক্তব্য সন্ত্রাসবাদ বিরোধী মামলার সর্বশেষ শুনানিতে অনুপস্থিত ছিলেন ইমরান খান। এমনকি জামিনের সময়সীমা বৃদ্ধির জন্যেও করেননি আবেদন। সে কারণে বিধি মোতাবেক এ গ্রেফতারি পরোয়ানা।
গেলো ২০ আগস্ট পেশোয়ারের জনসভায় বিচারপতি জেবা চৌধুরী এবং ইসলামাবাদ পুলিশ প্রধানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন ইমরান খান। সেটির জেরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয় ইমরানের বিরুদ্ধে।
এটিএম/
Leave a reply