উৎসবের রং মুছে গেছে বদেশ্বরী মন্দিরে। দুর্গাপূজার মহালয়ায় যোগ দিতে গিয়ে নৌ দুর্ঘটনায় প্রাণ হারানোদের স্মরণে এখনো শোক পালন করছেন পূণ্যার্থীরা। তাই মন্দির এলাকা এ বছর আড়ম্বরশূণ্য, ভক্ত-অনুসারীদেরও সমাগম কম।
অন্য বছরে দুর্গাপূজায় আড়ম্বর আর ভিড়ে জমাট আয়োজন থাকে পঞ্চগড়ের বদেশ্বরী মন্দিরে অথচ সেখানে এবার সুনশান নীরবতা।
প্রায় চারশ বছরের প্রাচীন মহাপীঠ মন্দিরের আলাদা গুরুত্ব আছে স্থানীয় সনাতন ধর্মের মানুষের কাছে। তাই পঞ্চগড় ছাড়াও দূর দূরান্ত থেকে মন্দিরে আসে পূণ্যার্থীরা। কিন্তু ২৫ সেপ্টেম্বর মহালয়ার দিনে করতোয়া নদীতে নৌকা ডুবে হতাহতের ঘটনায় ভাটা পড়েছে শারদ উৎসবে।
উৎসবের বদলে শোক পালন করছে হিন্দু অধ্যুষিত এখানকার গ্রামগুলোর মানুষ। বছরের সবচেয়ে বড় উৎসব অথচ এবারের সব আয়োজন সীমিত পরিসরে। এ বছর পূজায় নিহতদের স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা রেখেছে পূজা উদযাপন কমিটি।
এটিএম/
Leave a reply