পূজায় পুলিশ দিয়ে নিরাপত্তা দিতে হচ্ছে, যা আমাদের সংস্কৃতির বাইরে: জি এম কাদের

|

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি।

দুর্গাপূজায় পুলিশ দিয়ে নিরাপত্তা দিতে হচ্ছে, এটা আমাদের সংস্কৃতির বাইরে; এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, পূজায় নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ‍্যে একটা বেদনা প্রকাশ পেয়েছে। এখানে কোনোভাবেই আপোষ করার সুযোগ নেই উল্লেখ করে জি এম কাদের বলেন, অনেকেই বড় বড় কথা বলেন। কিন্তু বাস্তবতা হলো অনেক দরিদ্র হিন্দু পরিবার নির্যাতনের শিকার হচ্ছে। জাতীয় পার্টি সাম্প্রদায়িকতাকে কখনও প্রশ্রয় দেয় না।

ক্ষমতায় গেলে সুযোগ পেলে সবার জন‍্য সমান অধিকার নিশ্চিত করা হবে বলে জানান জি এম কাদের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply