Site icon Jamuna Television

রক্তপাত বন্ধে পুতিনকে পোপের অনুরোধ

পুতিনকে সহিংসতা-প্রাণহানি থামাতে অনুরোধ করেছেন পোপ। গতকাল রোববার (২ অক্টোবর) ভ্যাটিকান সিটিতে ইউক্রেনকে উৎসর্গ করে দেয়া ভাষণে দুই দেশের কাছে শান্তি প্রস্তাব দিয়েছেন পোপ ফ্রান্সিস। খবর রয়টার্সের।

পোপ ফ্রান্সিস বরেন, অযৌক্তিক এই যুদ্ধ বিশ্বকে পারমাণবিক সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। রক্তের নদী ও কান্না দেখে আমি দুঃখিত। যুদ্ধের ফলে হাজারও লোক গৃহহীন, স্বজনহীন ও ক্ষুধায় কাতর; শিশুদের অবস্থা আরও করুন। রুশ রাষ্ট্রপতির কাছে রক্তপাত বন্ধের অনুরোধ করছি। অন্যদিকে, ইউক্রেনের রাষ্ট্রপতির আবেদন করছি, শান্তি প্রস্তাব রাখুন। যুদ্ধ বন্ধের ব্যাপারে আমি আশাবাদী। ঈশ্বরের নামে প্রতিটি হৃদয়ে বসবাসকারী মানবতার বোধের নামে আমি অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানাচ্ছি।

/এমএন

Exit mobile version