সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার কথা থাকলেও বেড়েছে ২০ ভাগ: ইলিয়াস কাঞ্চন

|

ছবি: সংগৃহীত

২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার প্রতিশ্রুতি থাকলেও এখন তা আরও ২০ ভাগ বেড়ে গেছে বলে জানিয়েছেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে নিরাপদ সড়কের দাবিতে করা এক মানববন্ধনে এ কথা বলেন ইলিয়াস কাঞ্চন।

২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী নিরাপদ সড়ক চাই’র বিভিন্ন কর্মসূচির কথা জানান তিনি। মাইকিং করে সড়কে সচেতনভাবে চলার জন্য পথচারীদের অনুরোধ করা হয় মানববন্ধন থেকে।

সড়ক আইন মেনে চলতে চালকদেরও অনুরোধ করেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ২০১৮ সালে নতুন আর আধুনিক আইন হলেও ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো উন্নতি হয়নি।

রাস্তাগুলো কিছুটা ঠিকঠাক হলেও পথচারী, যাত্রী আর চালক কেউই তা মানছে না। তাই সবাইকে প্রশিক্ষণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply