Site icon Jamuna Television

রাজধানীতে দুই বাসের চাপায় বৃদ্ধা নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তান আনন্দ বাস কাউন্টারের সামনে দুই বাসের চাপায় হালিমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু।

সোমবার (৩ অক্টোবর) সকাল ৯ টায় রাস্তায় দু’টি অজ্ঞাত বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে দুপুর দেড়টায় মৃত ঘোষণা করেন।

নিহত নারীর ছেলে রনি বলেন, আমার মা সকালে বারডেম হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য কেরানীগঞ্জ থেকে ঢাকায় আসে। পরে গুলিস্তানে রাস্তা পারাপারের সময় দুই বাসের চাপায় পড়ে গুরুতর আহত মা। আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসি। পরে চিকিৎসাধীন অবস্থায় মা মারা যায়।

সে আরও জানায়, আমাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায়। তবে কোন দুই বাসের চাপায় পড়েছিল সে বিষয়ে এখনো কিছু জানতে পারি নাই।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানায় অবগত করা হয়েছে।

/এনএএস

Exit mobile version