Site icon Jamuna Television

ইয়ানের তাণ্ডবে ফ্লোরিডায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ইয়ানের প্রভাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

স্যাটেলাইটের ছবিতে উঠে এসেছে ফ্লোরিডা ও সাউথ ক্যারোলাইনার ধ্বংসস্তূপের ছবি। আগামী বুধবার (৫ অক্টোবর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষতিগ্রস্তদের সাহায্যে সর্বোচ্চ চেষ্টার ঘোষণা দিয়েছেন তিনি।

যদিও ঘুর্ণিঝড়ের আগেই নাগরিকদের নিরাপদে সরিয়ে না নেয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ফ্লোরিডা প্রশাসন। প্রশাসনের দাবি, বাসিন্দাদের সতর্ক করা হলেও অনেকেই আমলে নেয়নি সতর্কবার্তা। গতকাল রোববারও (২ অক্টোবর) ফ্লোরিডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলে ৭ লাখের বেশি ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি।

/এমএন

Exit mobile version