তায়েহাংয়ের পর এবার মৃত্যুর হুমকি পেয়েছেন আরেক জনপ্রিয় বিটিএস সদস্য জিমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক অজ্ঞাতনামা অ্যাকাউন্ট থেকে এসেছে হুমকিটি। এতে জিমিনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ভক্তরা। অবশ্য হুমকি দেয়ার কিছুক্ষণ পর ওই অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভেট করে দিয়েছেন ওই ব্যবহারকারী।
জানা গেছে, অ্যানোনিমাস ওই অ্যাকাউন্টটি থেকে একটি স্টোরি শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে লেখা হয়েছে, কনসার্টে গেলে জিমিন অথবা তার বাবাকে আঘাত করা হবে।’ এ হুমকির প্রতিবাদে টুইটারে ক্ষোভ জানিয়েছেন বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা বিটিএস ভক্তরা।
এদিকে, আগামী ১৫ অক্টোবর বুসানে পারফর্ম করবেন বিটিএস সদস্যরা। ভক্তদের প্রত্যাশা, হুমকির বিষয়টি গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে সেখানে।
/এসএইচ
Leave a reply