জাপানের ওপর দিয়ে মিসাইল নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

|

উত্তর কোরিয়া একটি মাঝারি মাপের ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রণালয় বলছে, মিসাইলটি তারা জাপানের ওপর দিয়ে ছুড়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) মিসাইলটি জাপান অতিক্রম করে আরো প্রায় তিন হাজার কিলোমিটার দূরে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে।

মিসাইল পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়া কোনো মন্তব্য করেনি। তবে দক্ষিণ কোরিয়া এবং জাপান এর তীব্র নিন্দা জানিয়েছে। এই মিসাইল পরীক্ষাকে বেপরোয়া ও উস্কানিমূলক আচরণ বলে আখ্যা দিয়েছে জাপান। এ ঘটনার পরপরই একটি নিরাপত্তা বিষয়ক জরুরি বৈঠকের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সরকারকে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি। প্রতিবেশী দেশগুলোর সাথে তথ্য আদান প্রদানের মধ্য দিয়ে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। শিগগিরই নিরাপত্তা কাউন্সিলের বৈঠক হবে বলেও জানান তিনি।

গত ১০ দিনে এই নিয়ে পঞ্চমবার ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করলো উত্তর কোরিয়া। তবে এর আগে তারা জাপানের ওপর দিয়ে মিসাইল ছোড়ার চেষ্টা করেনি। এর আগে ২০১৭ সালে জাপানের ওপর দিয়ে ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply