Site icon Jamuna Television

ইকুয়েডরের কারাগারে কয়েদিদের দাঙ্গা, কমপক্ষে ১৫ জনের প্রাণহানি

লাতিন দেশ ইকুয়েডরের কারাগারে হওয়া দাঙ্গায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ জন। বিবিসির খবর বলছে, সোমবারের (৩ অক্টোবর) সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎই কোটোপ্যাক্সি কারাগারে সহিংসতা ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের মধ্যে দাঙ্গা হয়েছে। সংঘর্ষে কয়েদিরা ধারালো অস্ত্রও ব্যবহার করেছে।

পরে কর্মকর্তাদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘটনাস্থলেই প্রাণ হারান এক কয়েদি। বাকিদের হাসপাতালে ভর্তি করা হলে তার মধ্যে ১৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

গত জুলাই মাসে এক সপ্তাহের ব্যবধানে সান্তা ডমিঙ্গো কারাগারে দুই দফা সংঘাতে প্রাণ হারান অর্ধশতাধিক মানুষ। চলতি বছরে বিভিন্ন কারাগারে ছড়িয়ে পরা দাঙ্গায় ৪০০ বন্দির মৃত্যু হয় দেশটিতে।

/এডব্লিউ

Exit mobile version