শুধু আমদানি কমিয়ে ডলার সংকটের সমাধান করা যাবে না। ডলারের যোগান বাড়াতে রফতানি ও প্রবাসী আয় বাড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।
মঙ্গলবার (৪ অক্টোবর) সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা জানান তিনি। বলেন, শতভাগ দেশীয় কাঁচামালে তৈরি পণ্যের রফতানি বৃদ্ধিতে বেশি জোর দিতে হবে। রিজার্ভ কিছুটা কমলেও আশঙ্কার কোনো কারণ নেই। পর্যাপ্ত মজুদ থাকার কারণেই চলমান সংকট সামাল দেয়া সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
সিরাজুল ইসলাম আরও বলেন, তুলনামূলক বেশি দাম পাওয়ায় প্রবাসীরা হুন্ডিতে প্রবাসী আয় পাঠান। যে কারণে সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ কমেছে। তবে এ খাত আবারও ঘুরে দাঁড়াবে বলে জানান তিনি।
/এমএন
Leave a reply