রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ৪৪ লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেফতারকৃতরা হলেন, গোয়ালন্দ পৌরসভার মৈছের মাতুব্বর পাড়ার মৃত হাকিম আলী শেখের ছেলে শহর আলী শেখ (৩৫), দক্ষিণ দৌলতদিয়া সৈদাল পাড়ার হাশেম সরদারের ছেলে লিটন সরদার (৩২), জিতু মাতাব্বর পাড়ার মৃত নূরুদ্দিন খাঁর ছেলে কামাল খাঁ (৪০)।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর ও এএসআই নজরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোয়ালন্দের বিন্দুপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পদ্মার মোড় এলাকা থেকে শহর আলী শেখ, লিটন সরদার ও কামাল খাঁকে ৪৪ লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গ্রেফতার আসামি শহর আলী শেখের বিরুদ্ধে ইতোপূর্বে ২টি ও লিটন সরদারে বিরুদ্ধে ১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলেও জানান তিনি।
এটিএম/
Leave a reply