ইউক্রেনকে আরও ৬২৫ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে আরও ৬২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম লঞ্চারসহ অতিরিক্ত অস্ত্রের জন্য ইউক্রেনকে এ অর্থ সহায়তা দেয়া হচ্ছে।

সিবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

মঙ্গলবার (৪ অক্টোবর) এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ আক্রমণের পরে রাশিয়ার দখলকৃত এলাকাগুলোকে মুক্ত করতে দেশটির দক্ষিণ এবং পূর্বে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এ বিষয়ে ভলোদিমির জেলেনস্কি জানান, তার বাহিনী শক্তিশালী। দু’টি যুদ্ধক্ষেত্রে এক ডজন গ্রাম পুনরুদ্ধার করেছে তারা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply