খালেদার সাজার বিরুদ্ধে আপিল শুনানির দিন ধার্য হবে আজ

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া- ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে করা আপিল শুনানির দিন ধার্য বিষয়ে আজ (সোমবার) আদেশ দেবেন হাইকোর্ট। 

গতকাল (রোববার) দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে, কুমিল্লার বাসে আগুন ও হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে আবেদনের শুনানির জন্য আজ দিন ধার্য করা হয়েছে। গতকাল (২৪ জুন) আপিল বিভাগে শুনানি শেষে দিন ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply