ইউরোপে চলমান জ্বালানি সংকটের জেরে সরকারি কার্যালয়ে গরম পানি সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে ফ্রান্স সরকার। এছাড়া সম্প্রতি রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট গ্যাস সংকটের মুখে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো দেশটির কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
জানা গেছে, আগামী বৃহস্পতিবার (৬ অক্টোবর) আসন্ন শীতকালকে কেন্দ্র করে শক্তি সঞ্চয়ের লক্ষ্যে এ সংক্রান্ত এক ঘোষণা দিতে পারে ফ্রান্সের ক্ষমতাসীন ম্যানুয়েল সরকার।
ফ্রান্সের জ্বালানি মন্ত্রণালয় জানায়, সরকারের নতুন এ পরিকল্পনায় সরকারি কার্যালয়ে গরম পানি সরবরাহ বন্ধের নির্দেশ দেয়া হতে পারে। এছাড়া পৌরসভাগুলোকে পাবলিক সুইমিংপুলের পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দিতে নির্দেশ দেয়া হয়েছে।
লে প্যারিসিয়েন পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, ফ্রান্সের ব্যবহৃত মোট জ্বালানির ১০% সরকারি কার্যালয়ে গরম পানি সরবরাহ করতে খরচ হয়।
এটিএম/
Leave a reply