গত মে মাসে শুরু হওয়া মাদক বিরোধী অভিযানে এখন পর্যন্ত প্রায় ২২ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে এক ব্রিফিংয়ে আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ তথ্য জানান।
মন্ত্রী আরও জানান, মাদক নিয়ন্ত্রণে আলাদা বাহিনী গঠন করা হবে।
আসাদুজ্জামান খান বলেন, বর্তমানে মোট কারাবন্দীদের ৪৫ ভাগই মাদক মামলার আসামি। তিনি আরও বলেন, যারা তালিকায় আছে শুধু তাদের বিরুদ্ধেই অভিযান চলছে।
মন্ত্রী বলেন, অবৈধ অস্ত্র আর টাকা যেখানে আছে সেখানে গোলগুলি হতেই পারে। তবে সব ধরনের হত্যার বিপক্ষে সরকারের অবস্থান। চিহ্নিত অনেকের নাম আসছে। প্রমাণ পেলেই শুধু ব্যবস্থা নেয়া হচ্ছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
চলতি মাদক বিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে দেড় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন।
Leave a reply