খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

|

খুলনা ব্যুরো:

খুলনা নগরীর চানমারি খৃষ্টানপাড়া এলাকায় পলাশ হাওলাদার নামে এক যুবককে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় পলাশের আরেক সহযোগী সৌরভও গুরুত্বর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর ৩টায় পলাশ ও তার কয়েক বন্ধু মিলে খৃষ্টানপাড়ার একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলো। এমন সময় ১০-১২টি মোটরসাইকেল যোগে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত পলাশকে লক্ষ্য করে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এ সময় তার বন্ধুরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। মৃত্যু নিশ্চিত করে পুনরায় তারা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

ঘটনার পর পলাশকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সৌরভকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নগরীর লবণচরা স্লুইসগেট এলাকায় আশিক-আজিম গ্রুপের আধিপত্য বিস্তারের ঘটনায় এই হত্যাকাণ্ড। নিহত পলাশ আজিম গ্রুপের সদস্য।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply