ইমরান খানের লংমার্চ ঠেকাতে পাকিস্তানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

|

ছবি: সংগৃহীত

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ ঠেকাতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সম্প্রতি পিটিআইর নেতা ফাওয়াদ চৌধুরী দাবি করেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তার দলের লংমার্চের সমস্ত ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ডন’র এক প্রতিবেদনে বলা হয়, লংমার্চের ঘোষণার পরই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নেতৃত্বাধীন ফেডারেল সরকার সেনাবাহিনী সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার ( ৪ অক্টোবর) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর সভাপতিত্বে রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত নেয়া হয়। বিক্ষোভকারীদের প্রবেশ বন্ধ করতে রাজধানী ইসলামাবাদের রেড জোনে পাকিস্তান সেনাবাহিনী মোতায়েন করা হবে।

পাকিস্তানের সংবিধানের ২৪৫ নম্বর অনুচ্ছেদের অধীনে, পাকিস্তানের সেনাবাহিনী রাজধানী ইসলামাবাদের রেড জোনে সরকারি ভবন এবং কূটনৈতিক এলাকা সুরক্ষিত করা এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply