রাজধানীর পল্লবীতে এসএসসি পরীক্ষার্থী রাকিবকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় কিশোর গ্যাং লিডার রমজান ও আল আমিনসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক এ তথ্য জানান। তিনি বলেন, মিরপুর, যাত্রাবাড়ী, আশুলিয়াসহ দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। মোজাম্মেল হক জানান, হামলার শিকার রাকিব ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কজনক।
প্রসঙ্গত গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় পল্লবীতে এসএসসি পরীক্ষার্থী রাকিবের ওপর কিশোর গ্যাং জুনিয়র গ্রুপের প্রধান রমজান ও আল-আমিনসহ তার সহযোগীরা হামলা করে। চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করা হয় তাকে। পরে রাকিবের মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছে র্যাব।
/এডব্লিউ
Leave a reply