বিএনপি এদেশের জন্য রক্ত দেয়নি বরং তারা মানুষের রক্ত শোষণ করে নিয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে নিজের বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্লাটফর্ম।
হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত বিএনপির হাত এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন গণতন্ত্র আর স্বাধীনতার শত্রুদের নিয়ে নাকি দেশ উদ্ধার করবে। আসলে বিএনপি দেশ ধ্বংসের এজেন্ডা নিয়ে এসেছে।
বিএনপি সকল পরাজিত অপশক্তি নিয়ে মাঠে নেমেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে বিএনপি ও তার দোসরদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া হবে।
ইউএইচ/
Leave a reply