টানা ছুটিতে চট্টগ্রামে পর্যটকের ঢল

|

পর্বত আর স্বচ্ছ পানির লেক ঘেরা প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের শহর রাঙ্গামাটি। প্রতিবছর এই সৌন্দর্যের টানে এখানে ছুটে আসেন পর্যটকরা। এবারে ধর্মীয় উৎসবের লম্বা ছুটিতে তাই রাঙ্গামাটিকেই পছন্দের স্থান হিসেবে বেছে নিয়েছেন বহু দর্শণার্থী।

এই সময়টি পর্যটকদের ভ্রমণের জন্য উপযুক্ত সময় উল্লেখ করে রাঙ্গামাটির পর্যটন বোট ঘাটের তত্ত্বাবধায়ক রমজান আলী বলেন, এখন গরমের বিদায়, শীতের আগমণ। পূজা উপলক্ষে লম্বা ছুটি আছে। সবমিলিয়ে বর্তমানে পর্যটকের সংখ্যা বেশ ভালো।

তবে এ উপস্থিতিও আশানুরূপ নয় বলে জানিয়েছেন হোটেল-মোটেল ব্যবসায়ীরা। টানা ৪ দিনের ছুটি থাকলেও বুকিং হয়েছে কেবল ৫০-৬০ শতাংশ। আবহাওয়া অনুকূলে থাকলে এ হার বাড়বে আশা সংশ্লিষ্টদের।

পর্যটন কমপ্লেক্সে পর্যটকদের জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি বিনোদন স্পট ঘিরে দায়িত্ব পালন করছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply