সেনবাহিনীর নব নিযুক্ত প্রধান আজিজ আহমেদকে জেনারেল পদবির র্যাংক ব্যাজ পরানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনীর প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নতুন সেনাপ্রধানকে ‘জেনারেল র্যাংক ব্যাজ’ পরিয়ে দেন।
পরে জেনারেল আজিজ শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্রবাহিনীর বীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল নতুন সেনাপ্রধানকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
গত ১৮ জুন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস পিএসসি, জি’কে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগের সিদ্ধান্তসহ প্রজ্ঞাপন জারি হয়।
আজিজ আহমেদ দায়িত্বভার গ্রহণের পর পরবর্তী তিন বছরের জন্য সেনা বাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন। সেনাপ্রধানের দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজিজ আহমেদ ১৯৬১ সালের ১ জানুয়ারি চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ ১৯৮৩ সালের ১০ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে পাসিং আউটের পর সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন। তার পূর্বসূরী আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সেনা প্রধানের দায়িত্ব নিয়েছিলেন ২০১৫ সালের ২৫ জুন।
Leave a reply