ইরানের হিজাব প্রতিবাদের উত্তাপ পৌঁছেছে ইউরোপীয় সংসদে। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে ইউরোপীয় সংসদে এক সুইডিশ ইউরো সাংসদ তার চুলও কেটে ফেলেন। এবার সেই প্রতিবাদীদের তালিকায় নাম লিখালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও।
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ইরানের মহিলাদের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ইরানের নারীদের সাহস আমাকে বিস্মিত করেছে। আমি হতবাক হয়ে গিয়েছি, কীভাবে তারা রাস্তায় নেমে এতো অত্যাচারের মুখেও প্রতিবাদ করছেন, তা দেখে।
প্রিয়াঙ্কা আরও বলেন, দীর্ঘদিন ধরে জোর করে চেপে রাখা হয়েছিল যে গলার স্বর, তা এখন কথা বলতে শুরু করেছে। সংখ্যা একটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিবাদীদের সংখ্যা যতো বাড়বে, ততো বাড়বে প্রতিবাদের শক্তি।
/এসএইচ
Leave a reply